
শাহরিয়ার মিল্টন | শুক্রবার, ২৩ জুন ২০২৩ | প্রিন্ট
শেরপুর :শেরপুরের নালিতাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল প্রমুখ।
এদিন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত ১৮৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সেসঙ্গে নালিতাবাড়ী উপজেলায় নতুন নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদেরও সংবর্ধনা দেয়া হয়। এর আগে নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ১৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে বাংলার জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি ও বাউল তারা মিয়া সঙ্গীত পরিবেশন করেন।
Posted ০৮:০৬ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin