
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আজ দুপুর ১২টার দিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ছাত্রদল, যুবদলসহ বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চারশ নেতাকর্মীর সঙ্গে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান রিজভী। সেই হিসেবে ১৪৫ দিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। রুহুল কবির রিজভী বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।
রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা সুযোগ দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, কারামুক্তির জন্য খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ০৮:২৬ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain