
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
আজ বেলা পৌনে ১১টা থেকে কার্যালয়ের নিচতলায় দলটির উদ্যোগে এই কমসূচি পালিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৯:০৩ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain