নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সেদিন নতুন সংসদ সদস্যরা নিজ নিজ কার্যভার গ্রহণ করবেন। ঐদিনই বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।
আজ সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সংসদে ৬৪৮ জন সদস্য রয়েছে বলে বিএনপির এক সিনিয়র নেতা বিতর্ক সৃষ্টি করছেন। তিনি রাজনৈতিক কারণে সারাদেশে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। সংবিধান সম্পর্কে তার সম্মুখ জ্ঞান নেই। সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট না করেই এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।
আনিসুল হক বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। কোনো মন্ত্রী কিন্তু সংসদ সদস্য হিসেবে কোনো কাজ করছেন না। সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করার পরই তারা কাজগুলো করতে পারবেন।
এ সময় নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যরা কীভাবে কার্যভার নেবেন সে বিষয়ে সংবিধানের অনুচ্ছেদগুলো পড়ে শোনান আইনমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ মুহূর্তে একাদশ সংসদের ৩৫০ জন আর ডামি দ্বাদশ সংসদের ২৯৮ জন মোট ৬৪৮ জন শপথবদ্ধ এমপি রয়েছেন। এখন সংসদ অধিবেশন ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন।
Posted ১৫:২৬ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain