
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আর মাত্র মাস খানেকের অপেক্ষা। তারপরই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর মতো এই সিনেমাও যে বিপুল ব্যবসা করে বলিউডের বক্স অফিসের গ্রাফ ঊর্ধ্বমুখী করবে, তা টিজার প্রকাশ্যে আসার পরই ভক্তদের শোরগোল দেখে আন্দাজ করা গেছে। এবার মুক্তির ঠিক এক মাস আগে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের চমক দিলেন কিং খান।
এই নয়া পোস্টারেও শাহরুখকে ন্যাড়া মাথায় বন্দুকধারী দেখা হিসেবে দেখা গেল। আর ‘জওয়ান’-এর সেই নতুন পোস্টার শেয়ার করেই কিং খানের রিমাইন্ডার, আমি ভালো না খারাপ, জানতে অপেক্ষা আর ৩০ দিনের। সবাই তৈরি তো?
আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। সেটাই মনে করিয়ে দিলেন বলিউড বাদশাহ।
কিং খানের পোস্টে দিনো মরিয়া, হুমা কুরেশির মতো বলি তারকাদের উত্তর— তৈরি। শাহরুখ অনুরাগীরাও ততোধিক উত্তেজিত। কেউ বলছেন, একমাত্র অভিনেতা যাকে ন্যাড়াও ভালো লাগে। আরেকজন লিখলেন, আর মাত্র এক মাস, প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে আপনার সঙ্গে।
সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেল। সূএ : ঢাকা মেইল ডটকম
Posted ০৮:০৮ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain