এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার জন্য নওগাঁর পরীক্ষা ২৬ টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ জেলার ১১ টি উপজেলার ২৮ হাজার ৭ শত ১৬ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন দুই ধাপে। বৃহস্পতিবার বিকেলে এ সব তথ্য জানান পরীক্ষা সংশ্লিষ্টরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দ্বিতীয় ধাপে জেলার ১১ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলার মোট ১৪ হাজার ৫ শত ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শুক্রবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন জেলার সদর উপজেলা, পোরশা উপজেলা, নিয়ামতপুর উপজেলা, সাপাহার উপজেলা, পত্নীতলা উপজেলা ও রাণীনগর উপজেলার চাকুরী প্রত্যাশীরা এবং তৃতীয় ধাপে আগামী ৩ জুন পরীক্ষা হবে জেলার বাকী ৫ উপজেলার ১৪ হাজার ২ শত ২৫ জন চাকুরী প্রত্যাশীদের।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা বলেন, আগামীকাল শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসক স্যারসহ সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা করা হয়েছে। যদি পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকে বা বৃষ্টি হয়, পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রাকৃতিক দূর্যোগের কারণে বা বিদ্যুৎ না থাকলে কক্ষে আলোর জন্য পর্যাপ্ত মোমবাতির ব্যবস্থা করে রাখা হয়েছে।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আগামীকাল পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সভায় পরীক্ষা চলাকালীন সময়ে পালনীয় বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং জেলার ২৬টি কেন্দ্রে ১৪৪ ধারা জারী করাসহ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।