
এম এম হারুন আল রশীদ হীরা | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট
নওগাঁ: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রকিবুর রহমান বলেন, বসতবাড়ি ও কিছু ফসলি জমি নিয়ে চাচাতো ভাই খিদির বকস মণ্ডল ও আবদুল জলিল মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে ইউনিয়ন পরিষদসহ স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে উভয় পরিবারকে জমি মাপজোক করে বুঝে দেন মাতবরেরা।
Posted ১৫:৩৮ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin