দেশজুড়ে কোটি মানুষকে সুরক্ষা দিতে গণটিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। সোমবার শুরু হয়েছে দ্বিতীয় ডোজ।
সকাল থেকেই প্রতিটি টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়।
প্রথম ডোজ টিকা নেওয়ার সময় যে কার্ড দেওয়া হয়েছিল, সেই কার্ড দেখিয়েই দ্বিতীয় ডোজ নেওয়া যাচ্ছে। গণটিকাদানের এই কর্মসূচি ৩০ মার্চ পর্যন্ত চলবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে গেলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।