নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: ৫ আগস্টের বিপ্লব স্বাভাবিক কোনো বিপ্লব ছিল না বরং এই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র-জনতার যুগপৎ সংগ্রাম সর্বোপরি শাহাদাতের পর শাহাদাতের মাধ্যমে। আর এই বিজয়ের পর দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ সকাল ৮টায় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রামপুরা থানা ইউনিট আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন, ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল। যদিও তা আমাদের কারো কারো কাছে অসম্ভব বলে মনে হতো। আওয়ামী লীগ পতনের পর তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে একথা কারো অজানা ছিল না। তারা আমাদের নিরাপরাধ শীর্ষ নেতাদের শহীদ করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। কিন্তু তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে একথা কেউ কখনো কল্পনাও করেনি। এমনকি দেশপ্রেমী সেনাবাহিনী তাদের পালানোর জন্য টাইফ্রেম বেধে দেবে এটাও ছিল কল্পনাতীত। মূলত, সবকিছুই হয়েছে মহান আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। তাই আত্মহারা না হয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জ্ঞান চর্চার এক নিপুণ পরিকল্পনার নাম। যারা জামায়াত করেন তাদের জ্ঞানার্জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআন। তাই কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
থানা আমির ফজলে আহমদ ফজলুর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফিজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। উপস্থিত ছিলেন নায়েবে আমির ভিপি শাহাবুদ্দিন, মাওলানা নাসির উদ্দীন হেলালী প্রমুখ।
Posted ০৮:৪০ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain