সুনামগঞ্জ : ড্রেন নির্মান খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে দিরাই পৌরসভার সম্মলেন কক্ষে উক্ত বাজেট পেশ করেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যয় ৩ কোটি ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা। উন্নয়ন বরাদ্দ ৪৩ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা। ব্যয় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত: ৫ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মলয় ভট্টাচার্য্য, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সভাপতি সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, প্যানেল মেয়র লিটন রায়, আশরাফ আহমদ, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, রেজাউল করিম, জুয়েল তালুকদার, রবীন্দ্র বৈষ্ণব, অমর তালুকদার, আবুল কাসেম, লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর মিনতি রানী দাস, হেলেনা বেগম পৌর পরিষদের কর নির্ধারক দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশিষ রায়, প্রধান সহকারি মুহিবর রহমান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, সবার সহযোগিতায় আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পৌর পরিষদ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পৌরসভার জলাবদ্ধতার নিরসন ও সার্বিক সুন্দর্য বর্ধনে ড্রেন নির্মানে সর্বোচ্চ বরাদ্ধ দেওয়া হয়েছে। সম্মানিত পৌরবাসী নিয়মিত পৌর কর প্রদান করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশা করি ।
সাংবাদিকরা জাতির দর্পন উল্লেখ করে তিনি বলেন, আপনাদের লিখনীর মাধ্যমে দিরাই পৌরসভার উন্নয়নের চিত্র তুলে ধরবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আমাদের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন।