নির্বাচন কমিশনের দেওয়া রাজনৈতিক দল জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসাবে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না জাময়াতে ইসলামী। রায় শেষে এই কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী।
নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক বলেন,‘এই রায়ের ফলে রাজনৈতিক দল হিসাবে জাময়াতে ইসলামী নির্বাচনে অংশ নিতে পারবে না।’
আর এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দীন বলেন, রায়ের বিস্তারিত কপি পাবার পরেই তারা এ বিষয়ে ব্যাবস্থা নিবেন। তবে তিনি জানান, হাইকোর্র্টের এই রায়ের পরে নিবন্ধিত দল হিসাবে জাময়াতে ইসলামী আর কোনো নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না।”
তিনি আরো বলেন, “জাময়াতে ইসলামীর নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করতে পারলেও – দলীয় প্রার্থী হিসাবে দলীয় মার্কা দাড়িপাল্লা ব্যাভার করতে পারবেন না।’
উল্লেখ্য সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতে ইসলামী ২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। আইন অনুযায়ী শুধু ইসিতে নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে।
For News : news@shadindesh.com