শনিবার ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দক্ষিন সুরমা উপজেলা নির্বাচনে আলী আহমদকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ

  |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

ali ahmed

বিশেষ প্রতিনিধি:দক্ষিন সুরমা উপজেলা নির্বাচনে আলী আহমদকে বিজয়ী করতে জাতীয়তাবাদী দলের সকল নেতাকমীর্কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহববান সকল আন্দোলন  সংগ্রামের সুতিকাগার,সিলেট বিভাগের  প্রবেশদ্বার,জাতীয়তাবাদী শক্তির দূজর্য় ঘাটি-দক্ষিন সুরমার মাটি ।

চলমান সরকার বিরুধী আন্দোলনের  অংশ  হিসাবে  এই নির্বাচনে  সারাদেশে বিএনপি জনগনের অব্যাহত সমথর্ন লাভ করছে । যার ধারাবাহিকতায় দক্ষিন সুরমার  জনগন জাতীয়তাবাদী শক্তিকে  বরাবর ই তাদের অকুন্ট সমথর্ন দিয়ে যাচছে ।

সকল আন্দোলন  সংগ্রামে  সিলেট নগরী রাজপথ ,কেন্দ্রীয়  বাস টারমিনাল,সারাদেশের সাথে সড়কপথ,রেলপথ হরতাল কিংবা অবরোধ  আনদোলনে এই দক্ষিনসুরমার ছাত্রদল ,যুবদল,শ্রমিক দল ,স্বেচছাসেবকদল,সহ বি,এন,পি র নেতা কমীর্রা সবর্দাই মুখরিত করে রাখেন । চলমান তত্বাবধায়ক সরকার পুনবর্হালের আন্দোলনে  দক্ষিন সুরমার শত শত জাতিয়তাবাদীদলের নেতা-কর্মী  আহতনির্যাতিত -মামলা-হামলা-হয়রানীর শিকার হয়ে যেভাবে আন্দোলনকে  সফলকাম করেছেন-এবং দক্ষিনসুরমার জনগন যেভাবে তাদেরকে সমথর্ন করেছেন -আমাদের দৃঢ় বিশ্বাস আসন্ন উপজেলা নিবার্চনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ও দক্ষিনসুরমাবাসী সঠিক মুল্যায়ন করবে ।

আর সেইজন্য সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ,জেলা বিএনপির বতর্মান সাংগঠনিক সম্পাদক ,ত্যাগী ,পরীক্ষিত,বার বার কারা নির্যাতিত জননেতা আলী আহমদ কে  বিজয়ী করতে জাতীয়তাবাদীদলের সকল নেতাকর্মীকে  একাকার হয়ে কাধে কাধ মিলিয়ে  কাজ করার জন্য উদাত্ত্ব আহববান জানাই ।

জাতীয়তাবাদী শক্তিকে নি:শেষ করার দেশী-বিদেশী সকল সড়যন্ত্র কারীদের দাত ভাংগা জবাব দিতে জিয়ার সৈনিকরা একসাথে  যেভাবে লড়তে জানে-সেই ভাবে আলী আহমদের বিজয়ের মালা গলে পরাতে সবাই একসাথে ভোটযুদ্ধে সামিল রবে দক্ষিনসুরমার নির্বাচনী ময়দানে ।প্রবাসের মাটি থেকে জাতিয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মীর কাছে উদাত্ত্ব আহববান -,আলী ভাই কে নির্বাচিত করার মাধ্যমে দক্ষিনসুরমার মাটিকে দেশ নায়ক তারেক  রহমানের দূজর্য় ঘাটি  হিসাবে প্রমান  করুন ।

বিবৃতি দাতারা হলেন দক্ষিনসুরমা ছাত্র দলের প্রতিস্টাতা  সভাপতি আমিনুর রহমান আকরাম,প্রতিস্টাতা সম্পাদক ফয়ছল আহমদ জসি,সাবেক সাধারন সম্পাদক শহীদুল ইসলাম কয়েছ, সাবেক সহ সভাপতি খলিলুর রহমান খান, যুগ্ম সম্পাদক -মদন মোহন কলেজ শাখার সভাপতি নুরুল আমীন,সহ সাধারন সম্পাদক  নুরুল ইসলাম,শাবি শাখর সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, তোফায়েল আহমদ খান সায়েক ,আখলাকুল আম্বিয়া  বাতিন,জাহাংগীর হোসেন,কামাল উদ্দিন ,আনোয়ারুল হক জুয়েল,রফিক মিয়া প্রমুখ ।

advertisement

Posted ০২:১৫ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com