নওগাঁ প্রতিনিধি : তীব্র শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন, সারাদিনে দেখা মিলছেনা সূর্যের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষেরা। কোন কাজে বের হতে পারছেন না। জরুরী প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকেই বের হচ্ছেন না। সন্ধ্যার পরপরই মানুষ ঘরে ফিরছেন। মানুষের পাশাপাশি গবাদীপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। গবাদীপশু গুলোকেও শীতের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করতে দেখা যাচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে সব সড়ক ও রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন গুলো দিনের বেলাতেও হেড লাইটের আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। হঠাৎ করে হাঁড় কাঁপানো তীব্র শীতে বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা পড়েছে দারুণ বিপাকে। সর্দি কাশি,কোল্ড ডাইরিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা ধরনের অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন তারা। হাসপাতালে বেড়েছে রোগিদের ভর্তি। তাই কোন বেড খালি নেই। মেঝেতে অনেকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।
সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ শুক্রবার সারাদিন সূর্যের দেখা মিলেনি। সেই সাথে উত্তরের বয়ে আসা কনকনে হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মইনুল হোসেন বলেন, আজ সারাদিন সূর্যের মুখ দেখতে পাওয়া যায়নি। এ কারণে গত কয়েক দিনের মধ্যে আজ অনেক বেশি শীত পড়েছে। আজ ঠান্ডার কারণে সারাদিন কোন কাজ করতে পারিনি।
সতিহাট বাজারের অটোরিকশা চালক রফিজ উদ্দিন বলেন, আজ সারাদিনে দেড়শ টাকার মতো ভাড়া পেয়েছি। প্রচণ্ড শীতের কারণে মানুষ বাইরে বের হচ্ছেনা আর যারা আসতেছে তারা বাসে চড়ে যাতায়াত করছে। এভাবে কয়েকদিন চললে অনাহারে থাকতে হবে। একই কথা বলেন প্রসাদপুর গ্রামের অটোরিকশা চালক লোকমান হোসেন লোকা ও শিবেন চন্দ্র। তাদেরও আজ তেমন ভাড়া হয়নি।
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ডিগ্রি সেলসিয়াস আর বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related