শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারা নির্বাচন করে দেশকে একটা ফাঁদে ফেলতে যাচ্ছে: সাকি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

তারা নির্বাচন করে দেশকে একটা ফাঁদে ফেলতে যাচ্ছে: সাকি

সরকার আবারও একতরফা নির্বাচন করে দেশকে ফাঁদে ফেলতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু আসলে পুরো বাংলাদেশকে নিয়ে খাদের দিকে এগোচ্ছে। তারা দেশকে খাদের মধ্যে ফেলতে চায়। দেশকে ধ্বংস করতে চায়।’

সোমবার (২০ নভেম্বর) একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলন চলছে, আন্দোলন চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, ব দিয়ে দমন-পীড়ন করে তারা একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করে ফেলবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।

সরকারের দুই কান কাটা মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তাদের কোনো লজ্জা নেই। তারা যেকোনো মূল্যে একটি নির্বাচন করবেন। এর নামে গণতন্ত্র বলবেন। ভাবছে এটা করেই শেষ হবে। কিন্তু আমরা বলি এটা করে শেষ হবে না। মানুষ আজ দ্রব্যমূল্যে দিশেহারা। সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই। আজ বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভয়ঙ্কর হুমকির মুখে।’

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রিকে গরুর হাটের সঙ্গে তুলনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা আজও দেখলাম আওয়ামী লীগের ভাইয়েরা মিছিল করে করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছে। আমার এই দৃশ্য দেখে কোরবানির হাটে মানুষ গরু কিনতে যখন যায় সেই দৃশ্যের কথা মনে পড়ে গেছে। কোরবানির হাটে ৫-১০ জন মিলে যেভাবে গরু কিনতে যায়, তারা (আওয়ী লীগের নেতাকর্মী) এখন সেভাবে আওয়ামী লীগের অফিসে দল ধরে নির্বাচনী টিকিট কিনতে যাচ্ছে।’

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু ইউসূফ সেলিমের সভাপতিত্বে ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩৪ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d