| সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ | প্রিন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিতে হবে।
সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ দানবকে সরাতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই গণতন্ত্রমনা সব রাজনৈতিক দলকে এক হতে হবে। আসুন, সবাই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রকে মুক্ত করি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তফসিল ঘোষণার আগে সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।’
এর আগে সকাল ১০টার থেকেই প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টা থেকেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে প্রেসক্লাব মুখী নেতাকর্মীদের ঢল নামে।
এসময় নেতাকর্মীদের চাপে হাইকোর্টের কদম ফোয়াড়ার মোড় থেকে পল্টন পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। ‘জেলের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, জিয়ার সৈনিক এক হও লড়াই করো’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।দলের নেতারা উপস্থিত রয়েছে মানববন্ধনে।
Posted ১৪:২৪ | সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain