নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হলে সেটাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। তারা সরাসরি গুলি করছে। এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে পাশে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল কমলাপুর স্টেডিয়ামে থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না। কারণ এরা নিশিরাতের ভোটের সরকারের নির্বাচন কমিশন। সুতরাং তারা সরকারের অন্যায় আইন আদেশ মানছে। আপনাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই। তারা নির্বাচন করতে চাইলে সেটাকে অবশ্যই-অবশ্যই প্রতিহত করবো। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশ কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের লাগাতার প্রোগ্রাম হতে থাকবে।
ক্ষমতা টিকে থাকার জন্য শেখ হাসিনা পৈশাচিক কায়দায় বিএনপির নেতাকর্মী ওপর পুলিশ দিয়ে হামলা করছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে গণমিছিলে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. জাহিদ হোসেন, আহমেদ আযম খান, নিতাই রায় চৌধুরী, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।
Posted ১৬:৪৪ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain