
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট
দলের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিনকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করেছে বিএনপি।
বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২২ মে গ্রেপ্তারের পর থেকে কারাবন্দি আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
তানভীর আহমেদ রবিনকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্দেশক্রমে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে দলীয় সূত্র থেকে জানা গেছে, বুধবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। সেখানেই এ বিষয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ মহানগর বিএনপির সিনিয়র নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষনেতা উপস্থিত ছিলেন।
Posted ০৭:১৫ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain