
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
গত দুই দিন ধরেই তামিম ইস্যুতে ভরপুর ছিল দেশের ক্রীড়াঙ্গন। অবশেষে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। এরপরই সব ঝামেলা কাটিয়ে ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে চট্টগ্রামে টাইগারদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিকে। তামিমের অনুপস্থিতিতে আগামী দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস। আজকের ম্যাচ জিতে অন্তত সিরিজে টিকে থাকাই তার প্রথম কর্তব্য। আজ হারলে সফরকারী আফগানিস্তান এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেবে।
প্রথম ম্যাচ হেরায় বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শনিবার (৮ জুলাই) দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পড়েছে লিটস দাসের কাঁধে। সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন আশ্বাস দিচ্ছেন ড্রেসিংরুমের পরিস্থিতি সবই ঠিক আছে। তিনি জানালেন, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে তামিমের বদলি হিসেবে দলে ঢুকেছেন রনি তালুকদার। আজকের ম্যাচে তাকে দেখা যেতে পারে একাদশে। ওই একটি পরিবর্তন ছাড়া বড় কোনো পরিবর্তন নিয়ে মাঠে নামবে না বাংলাদেশ। আফগানিস্তান খেলাতে পারে তাদের প্রথম ম্যাচের একাদশই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
Posted ০৮:১৮ | শনিবার, ০৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain