
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
টেকনাফ-সেন্টমার্টিন রুটে চালু হয়েছে পর্যটনবাহী জাহাজ। দীর্ঘ ৬ মাস পর বুধবার সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পাঁচশ পর্যটক নিয়ে বার আউলিয়া নামক একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এর আগে, চলতি বছরের ২১ মার্চের পর জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসেবে সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সিনিয়র সহ-সভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, নাফ নদীর নাব্য-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠায় গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। কিন্তু এ বছর যথাসময়ে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানান, মৌসুমের প্রথম দিনেই প্রায় ৭০ শতাংশ টিকেট বিক্রয় হয়েছে।
Posted ০৮:০৬ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain