| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
১৯মার্চ : দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন টিআইবিকে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার পরামর্শ দিলেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বুধবার বিকালে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। শেখ সেলিম টিআইবিকে উদ্দেশ করে বলেন, “আপনার বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলে যোগ দিয়ে ২০তম দল হন।”
‘জাতীয় সংসদের মতো একটি সার্বভৌম প্রতিষ্ঠান সম্পর্কে টিআইবি যে বক্তব্য দিয়েছে, তা তাদের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বর্তমান সংসদে কার্যকর বিরোধী দল নেই- এমন বক্তব্য দিয়ে টিআইবি তাদের সীমা লঙ্ঘন করেছে। শেখ সেলিম বলেন, ”জাতীয় নির্বাচন বর্জন করার পরে বিএনপি নেত্রী খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন, টিআইবিও এখন সেই ভাষায়ই কথা বলছে।”
একটি এনজিও কীভাবে জাতীয় সংসদ সম্পর্কে এরকম বক্তব্য দিতে পারে, সে প্রশ্ন তুলে শেখ সেলিম এ বিষয়ে স্পিকারের রুলিংও দাবি করেন। তিনি বলেন, ”টিআইবির ভাষায় এ সংসদ ক্ষণস্থায়ী, কারণ এখানে কার্যকর বিরোধী দল নাই। টিআইবি এ আজগুবি কথা কাদের খুশি করার জন্য বলেছে? তারা কি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়?”
তিনি বলেন, ”টিআইবি দুর্নীতি নিয়ে কাজ করে ভালো কথা। তারা দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সচেতন করুক। কিন্তু রাজনীতি সম্পর্কে বা সংসদ সম্পর্কে বক্তব্য দেয়া টিআইবির কাজ নয়।”
বর্তমান সংসদকে ক্ষণস্থায়ী বলে টিআইবি যে বক্তব্য দিয়েছে, তার সমালোচনা করে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, ”কিসের জন্য বা কার জন্য আবার নির্বাচন হবে? সন্ত্রাসীদের জন্য কোনো নির্বাচন হতে পারে না। রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে তাদের জন্য নির্বাচন হতে পারে না। বরং তাদের বিচার হতে হবে।”
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিও স্বপ্ন থেকে যাবে উল্লেখ করে শেখ সেলিম বলেন, ”আগামীতেও শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সে নির্বাচনে নাকে খত দিয়ে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে।”
Posted ১৭:৪৩ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin