নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট
ভারতের কর্ণাটকে বিজেপির দায়ের করা মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শুক্রবার (৭ জুন) তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল।
ভারতে এবারের নির্বাচনেও কংগ্রেস সরকার গঠন করতে পাড়লো না। তবে আগের দুবারের তুলনায় এবার দলটির অবস্থান বেশ ভালো। ভোটের এই সফলতার পর আদালত থেকেও এলো দলটির জন্য স্বস্তির বার্তা।
গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে একটি বিজ্ঞাপন প্রকাশ করে কংগ্রেস। কর্নাটকের প্রত্যেকটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত সেই বিজ্ঞাপনে দাবি করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানকার বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল।
এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই বিজেপি সংসদ সদস্য এস কেশব প্রসাদ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন।
ওই সংসদ সদস্য দাবি করেছিলেন, কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে বিজেপি তো বটেই, কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সম্মানহানি হয়েছে।
গত ১ জুন এই মামলায় জামিন পেয়েছেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কিন্তু নিম্ন আদালতের বিচারক কেএন শিবকুমার রাহুলকে সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। রাহুল হাজিরা দেয়ার পর জামিন পেলেন তিনিও।
Posted ১০:০৯ | শনিবার, ০৮ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain