উচ্চ আদালতে বাংলাদেশের ইসলামী দল জামায়াতের নিবন্ধন বাতিলের ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখবর বলে সংবাদ প্রকাশ করেছে সিএনএন।
বৃহস্পতিবার হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়ার পর সিএনএনের অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়েছে। সংবাদটির শিরোনাম হচ্ছে, ‘বাংলাদেশের বৃহত্তম ইসলামী দলকে অবৈধ ঘোষণা করল উচ্চ আদালত’।
রিপোর্টটিতে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান দুটি বিরোধী দলের একটি জামায়াত। ক্ষমতাসীনদের জন্য জামায়াত ক্ষমতায় যাওয়ার অন্তরায় বলেও উল্লেখ করা হয়েছে সেখানে।
জামায়াতের অতীতের বিভিন্ন কর্মকা- বিশ্লেষণ করে সেখানে আরো বলা হয়েছে, এ রায়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।
For News : news@shadindesh.com