
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এই শ্রদ্ধা জানান দেশের ২২তম রাষ্ট্রপতি।
এরআগে আজ সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অফ অনার দেওয়া হয়। এর পর স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি।
মো. সাহাবুদ্দিন সোমবার শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। পরে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে সই করেন।
সূএ : বাংলাদেশ প্রতিদিন
Posted ০৭:৩৩ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain