নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পৃথক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। তারা রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।এছাড়া তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে আইওএম মহাপরিচালক অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন।
Posted ০৮:১৫ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain