রুশ বাহিনী যে শহরে হামলা চালিয়েছে, সেটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।
গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে তিনি মানুষকে ‘মৃত অবস্থায়’ পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিলেন, কাঁদছিলেন।
নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেখানকার ভনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে কয়েকটি ধসে পড়ে। সূত্র: বিবিসি