বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জনগণ বিএনপিকে কোনোদিন ক্ষমা করবে না: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট

জনগণ বিএনপিকে কোনোদিন ক্ষমা করবে না: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের মানুষের পাশে না দাঁড়ালে বিএনপি পালানোর পথ পাবে না। গঠনমূলক রাজনীতি না করলে জনগণ বিএনপিকে কোনোদিন ক্ষমা করবে না।

বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তন চত্বরে যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়াত সম্পূর্ণ জনবিচ্ছিন্ন এবং সন্ত্রাসী দল, যারা মানুষ হত্যা করতে সিদ্ধহস্ত। ২০০১ সালে জোট বেধে তারা আওয়ামী লীগ নিধনে নেমেছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল। তারা আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী-সমর্থককে হত্যা করেছে। বিএনপি-জামায়াত শুধু হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে জানে, জনগণের জন্য কিছু করার ক্ষমতা নেই।

 

বিএনপি-জামায়াতের ‘নিম্নমানের রাজনীতি’ নতুন প্রজন্ম বুঝে গেছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশের জনগণ আর তাদের সঙ্গে নেই। এ কারণে তারা এখন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবার নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত আবার দেশে অরাজকতা সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

 

সারাদেশের যুবলীগ নেতাকর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, গত দুই বছরে এক কোটির বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। এবারও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাছের যত্ন নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তাই দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও করবেন। এমন জায়গায় লাগাবেন না, যা মানুষের চলাচলের পথের উপর পড়ে। গাছ শুধু লাগালে হবে না, বাঁচাতেও হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:২৩ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com

%d bloggers like this: