নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
চলমান দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ বর্জন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। একইসঙ্গে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানায় ছাত্র সংগঠনটি।
রোববার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ দাবি জানায় ছাত্র ফেডারেশন।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, বর্তমান সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে দেশের মানুষের সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করে আজ ডামি নির্বাচনের আয়োজন করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো বিরোধী দলবিহীন ভোটের নির্বাচনের মতো আরো একটি একতরফা নির্বাচন করে সরকার তার ক্ষমতার নবায়ন করতে চাইছে। কিন্তু জনগণ আজকের ডামি নির্বাচন বর্জন করেছে। সারাদেশের কোনো ভোটকেন্দ্রে আজ জনগণ ভোট দিতে যায়নি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে লড়াই করছেন। এমনকি সারাবিশ্বের গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানুষ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। আজকে জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে তারা রায় দিয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের। আমরা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ অনেকে।
Posted ০৭:২০ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain