নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট
ছাত্র-জনতাকে ধৈর্য ধরার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল দুপুরে নিজের ফেসবুকে ৩৮ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
এ অধ্যাপক তাঁর ভিডিও বার্তায় জানান, ‘সেনাপ্রধানের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে ছাত্র-জনতার যে আকাক্সক্ষা, যে প্রত্যাশা সেগুলো সেনাপ্রধান বুঝতে পেরেছেন। আমার সন্তানসম ছাত্র, জনসাধারণ, তরুণ সমাজের প্রতি আকুল অনুরোধ- আপনারা ধৈর্য ধরুন। আপনারা শান্তি- শৃঙ্খলা বজায় রাখুন। এই দেশটা আমাদের। এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব।’
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল দেশ ছাড়ার পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে বৈঠক করেন। সেনা সদরের এই বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করা ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
Posted ০৭:০৩ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain