
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট
দুই দিনের সফরে চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং ঢাকায় এসেছেন।
শুক্রবার রাত ১১টা২৮ মিনিটে ভাইস মিনিস্টার ওয়েইডং ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সভায় অংশ নিতে একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এলেন ওয়েইডং।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এবংও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ওয়েইডং ভাইস মিনিস্টারে দায়িত্ব নেয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এলেন।
চীনের ভাইস মিনিস্টার ঢাকা সফরের কর্মসূচি অনুযায়ী, শনিবার বাংলাদেশ ও চীনের মধ্যে হতে যাওয়া এফওসি বৈঠকে অংশ নেবেন। ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বেইজিংয়ের পক্ষে ভাইস মিনিস্টার ওয়েইডং নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
চীনের ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মাসেতু দেখতে যাবেন চীনের ভাইস মিনিস্টার।
Posted ০৪:১৩ | শনিবার, ২৭ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain