
| শুক্রবার, ১৭ জুন ২০২২ | প্রিন্ট
দৌড়ে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এক নারী। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় শরীর। এরপরও মৃত্যু হয়নি তার, আহত অবস্থায় স্থানীয়রা তাকে নেয় কুমিলা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন তিনি।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার কুমিল্লা রেলস্টেশন এলাকায়। ঐ ঘটনার একটি ভিডিও শুক্রবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিলা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে ঐ নারী দৌড়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। ট্রেনটি সঙ্গে সঙ্গে তাকে সামনের দিকে নিয়ে যায়। ঐ সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে ট্রেন চলে গেলেও ঐ নারীকে জীবিত উদ্ধার করা হয়।
জানা গেছে, ঐ নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন বলেন, আমরা আহত অবস্থায় তাকে কুমিলা মেডিকেলে ভর্তি করেছি। শুক্রবার সকালেও দেখে এসেছি, তিনি ভালো আছেন। উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন কিনা তা পরে জানা যাবে।
Posted ১৭:৩৪ | শুক্রবার, ১৭ জুন ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain