
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামে তিন মামলায় নগর যুবদলের সাধারণ সম্পাদকসহ ৩৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নগরের কোতোয়ালি থানার তিন মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আসামিরা। মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে অসুস্থতা ও বয়স বিবেচনা করে ৩৭ জনের জামিন মঞ্জুর করেন আদালত।
গত ১৬ জানুয়ারি নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় ১০টি গাড়ি ভাঙচুর করেন তারা।
এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ২৫৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামি করে চারটি মামলা করে পুলিশ।
Posted ০৭:৫১ | সোমবার, ০৮ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain