নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আজ নিবন্ধন অধিদফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ২১ আগস্টের মামলার নিম্ন আদালতের কাজ শেষ হয়েছে। এখন মামলাটার হাইকোর্ট বিভাগের শুনানি চলছে। অর্থাৎ এ মামলার বিচারকাজ চলছে। শিগগিরই ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার বিচার শেষ হবে।
আইনমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতকদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ চেষ্টা অব্যাহত থাকবে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে হাইকোর্টেও মামলার কাজ শেষ হবে।
Posted ১৭:২১ | রবিবার, ২০ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain