আল আমিন মন্ডল | শনিবার, ২২ জুলাই ২০২৩ | প্রিন্ট
বগুড়া : বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের পদ্মপাড়া পশ্চিমপড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দিনমজুর আব্দুস সালামের টিনসেট বারেন্দা, ঘরবাড়ী, নগদটাকা, ২টি গরুর শরীর সহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাঁতে। প্রতিদিনের মতো দিনমজুর আব্দুস সালামের ঘুমিয়ে পড়লে শুক্রবার গভীর রাঁতে হঠাৎ তার নিজশয়ন ঘরে আগুন দেখতে পাই।
মহুতের মধ্যে তার ঘরবাড়ী, নগদটাকা, ২টি গরুর শরীর সহ আসবাপত্র পুড়ে যায়। এরপর তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে করে। এতে করে তার প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে বিদ্যুৎতের সট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান।
Posted ১৪:৩১ | শনিবার, ২২ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin