ঢাকা: এই সময়ে বাতাসের আর্দ্রতা খুবই কম থাকে ফলে মাথায় খুশকি বেড়ে যায়। খুশকি দূর করতে হয়ত অনেক কিছুই আপনি করেছেন। আপনার জ্ঞাতার্থে বলছি- হাতের কাছে থাকা একটি টমেটো দিতে পারে খুশকির বিরুদ্ধে দারুণ সমাধান। জেনে নেয়া যাক খুশকি রোধে টমেটো যেভাবে ব্যবহার করবেন।
খুব সহজ। সপ্তাহে তিনদিন আধা কাপ নারিকেল তেলের সঙ্গে ১/৪ কাপ টমেটোর রস মিশিয়ে মাথার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসেজ করবেন। তারপর কন্ডিশনার যুক্ত শ্যাম্পু লাগিয়ে পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
ব্যাপারটা নিয়মিত চালু রাখতে পারলে খুব দ্রুত খুশকি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।