
যেকোন মূল্যে রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি সফল করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘গণতন্ত্রের পক্ষে এ অভিযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেকারণেই এ কর্মসূচি সফল হবে।’
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সমাবেশের জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়ছিলাম কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন অনুমতি দেওয়া হয়নি। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদায় হবে এবং আমাদেরকে সমাবেশের অনুমতি দেবেন।’
সমাবেশের সহিংসতা হলে এর দায়ভার কে নেবে-এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি শান্তিুপূর্ণ। আমাদের পক্ষ থেকে কোন সংঘাতের সম্ভবনা নেই। তবে সরকার যদি সংঘাত করতে চায় দায়ভার সরকারকেই নিতে হবে।’
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার জাতির সাথে তামাশার শামিল। নির্বাচনের ইশতেহারে যা লিপিবন্ধ করেছে তা জাতির ভাগ্যের উন্নয়ন না হলেও যারা নির্বাচিত হয়েছে তাদের উন্নয়ন হবে।’
৫ জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যেভাবে হরণ করেছে একইভাবে দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে।
হাফিজ উদ্দিন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিতে সরকার ঘোষণা দিয়ে সারা দেশব্যাপী অবরোধ শুরু করেছে। অবরোধ নৌ-সড়ক ও রেলপথে গণতন্ত্রকামী মানুষকে বাঁধা দেওয়া হচ্ছে।