| শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : জাতিসংঘের সহকারী সেক্রেটারি অস্কার ফার্নান্দেজ তারানকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন। চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়।
এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের এই সহকারী সেক্রেটারি জেনারেল।
এছাড়া দুপুরে সোনারগাঁও হোটেলে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গেও পৃথক বৈঠক করেন তারানকো।
উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান বৈঠকে অংশ নেন।
সকালে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন তারানকো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফিরে হোটেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার সঙ্গেও বৈঠক করেন তিনি।
শুক্রবার রাতে পাঁচদিনের সফরে ঢাকায় এসেছেন তারানকো। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের নির্দেশে অস্কার ফার্নান্দেজ তারানকোর এটি তৃতীয় সফর। এর আগে সর্বশেষ গত মে মাসে তারানকো ঢাকায় আসেন।
Posted ১৫:৩৭ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin