নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সুস্থ খালেদা জিয়া হেঁটে জেলখানায় ঢুকলো, আর এ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। এটাই সরকারের নীলনকশার প্রমাণ। শতবার বলার পরও দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পেছনে সরকার কি নীলনকশা করছে তা জাতি জানতে চায়।
তিনি বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে, বেগম জিয়াকে বন্দী রেখেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নেবেন। আপনাদের (সরকার) সময় শেষ। ভালোয় ভালোয় জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। নতুবা এর জন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের , মহানগর সদস্য, ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান, মহানগর দক্ষিণ বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, দক্ষিন জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহফুজ কবির মুক্তাসহ মহানগর নেতৃবৃন্দ।
Posted ১৭:০৭ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain