| মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

৭ জানুয়ারি: ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের সার্বিক চিত্র ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামীকাল বুধবার এ সংবাদ সম্মেলন করা হবে। তবে কখন,কোথায় করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।
সূত্র জানায়, বিরোধী দলের নেতা খালেদা জিয়ার এ সংবাদ সম্মেলন তার নিজ রাজনৈতিক কার্যালয় কিংবা রাজধানীর অন্যা কোনো অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে।এ ক্ষেত্রে যদি আইন শৃঙ্খলাবাহিনী তাকে বাসা থেকে বের হতে না দেয় তাহলে নিজ বাসভবনের এ সংবাদ সম্মেলন করা হবে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার বেগম খালেদা জিয়াকে নিজ বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে। তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী দূরের কথা, আত্মীয় স্বজনকেও দেখা করতে বাধা দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Posted ১০:২৭ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin