নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সদস্য গাজী সাইদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহেদুল কবির।
এছাড়া বিএনপি নেতা সিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার উপস্থিত ছিলেন।
Posted ০৭:২৪ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain