নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ | প্রিন্ট
দেশের উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির
বৈঠকের পর সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নির্দেশনার কথা জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের এক দফা দাবি অর্জিত বিজয় যেন কেউ ছিনিয়ে না নেয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন খালেদা জিয়া।
অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাই। না হলে দেশে রাজনৈতিক সংকট দেখা দেবে।
এ সময় মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমে হামলার নিন্দাও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
এর আগে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন দলটির নেতারা। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সকাল সাড়ে দশটায় শুরু হওয়া বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
Posted ০৭:৩২ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain