নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট
কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার বাঘাইর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনাস্থল দেবীদ্বার উপজেলায় পড়েছে। এ বিষয়ে চান্দিনার ওসি ভালো বলতে পারবেন। যতটুকু জানি তিনি এসিল্যান্ডের সঙ্গে ছিলেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে তার ব্যবহৃত সরকারি গাড়িতে দেন। তবে এ ঘটনায় সৌম্য চৌধুরী অক্ষত রয়েছেন।
এ বিষয়ে জানতে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Posted ১০:১৩ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain