
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার ৯টার পর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। মেরামতের পর দুপুর ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, আমাদের ধারণা বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। ফলে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত সেখানে টেকনিক্যাল টিম কাজ করে। ১২টার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল।
Posted ০৭:৫৭ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain