নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | প্রিন্ট
এক মাস ছয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকে টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আসেন। কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন।
গত ২৯ তারিখ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন মামলায় টুকুর বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেন আদালত। এছাড়া, দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।
Posted ০৯:২৩ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain