নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের বাসায় গেছেন দলের নেতারা। দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
শুক্রবার (২৬ জানুয়ারি) দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা আমানের বাসায় গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলে পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে কারাবন্দি নেতাদের বাসায় যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে দীর্ঘদিন ধরে কারাবন্দি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের খোঁজ নিতে তারা বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সঙ্গে ছিলেন বিএনপি প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ড. আব্দুল মঈন খান মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমের সাথে কথা বলেছেন। তার পরিবারের খোঁজখবর নিয়েছেন।
Posted ০৮:০২ | শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain