| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

ডেস্ক রিপোর্ট, ১০ ডিসেম্বর : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য।
মঙ্গলবার রাতে পৃথক পৃথক বিবৃতিতের মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
মৃত্যুদন্ড উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে এ বিধান বন্ধ চিরতরে বিলুপ্তির দাবি জানিয়ে আসা হচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র মন্ত্রী বেরোনাস ওয়ার্সি বলেন, আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় আমি উদ্বিগ্ন। এটা মানবাধিকার লংঘন।
আইন পরিবর্তনের মাধ্যমে এ রায় দেয়া হয়েছে উল্লেখ করে ওয়ার্সি বলেন, একটি আইনের পরিবর্তন করে কাদের মোল্লার মৃত্যুদন্ড দেয়া হয়। আর এতে সুপ্রিম কোর্টে তার রিভিউ আপিলের কোনো সুযোগ রাখা হয়নি।
তিনি বলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোবিন্যান্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) সাথে অঙ্গীকারাবদ্ধ। এর সদস্য হিসেবে সকল নাগরিকের আইনের সমান অধিকার ও সুবিধা পাবার দাবি রাখে।
মৃতুদন্ডাদেশ বন্ধের আহবান জানিয়ে ওয়ার্সি বলেন, মৃত্যুদন্ডাদেশ চিরতরে বিলুপ্ত করতে এ ধরনের আদেশ যেন বন্ধ করার উদ্যোগ নেয় বাংলাদেশ।
ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে কাদের মোল্লার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় এটি এখন কার্যকরের পথেই রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের কাদের মোল্লার রিভিউ আবেদনের সুযোগ না দেয়ার যে বিষয়টি উঠে এসেছে তাতে ইইউ উদ্বিগ্ন। অন্য কোনো পদক্ষেপ গ্রহণের আগে এ সুযোগ দেয়া প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত ও সুপ্রিম কোর্ট দ্বারা প্রদত্ত মৃত্যুদন্ডাদেশের ব্যাপারে ইইউ আবারো তার নিজের অবস্থান পুর্নব্যক্ত করছে।
এতে বলা হয়, ইইউ বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ধরনের দন্ড হ্রাসের আহবান জানাচ্ছে। এবং একি সাথে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিলুপ্তির লক্ষ্যে এর পরিবর্তে অন্য কোনো শাস্তি গ্রহণের ।
নিচে যুক্তরাজ্যে সরকারী ওয়েব সাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । তা পাঠকদের সুবিধার্থে নিচে লিংক দেওয়া হল-
Posted ০২:১৭ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin