নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি তৈরি করা হয়েছে।
কলাগাছের তন্তুর শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী
সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
কলাগাছের তন্তুর শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে তৈরি ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।
কলাগাছের তন্তুর শাড়ি উপহার পেলেন প্রধানমন্ত্রী
কলাবতী শাড়ি ছাড়াও পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুক প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে এসব হস্তান্তর করেন। সূএ : জাগোনিউজ২৪.কম
Posted ১০:০৬ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain