নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | প্রিন্ট
রাশিয়ার অত্যাধুনিক এক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটির আরোহী কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি।
অত্যাধুনিক সুখোই এসইউ-৩৪ ফাইটার জেট সোভিয়েত আমলের উৎপত্তিগত রাশিয়ান অল-ওয়েদার সুপারসনিক মিডিয়াম-রেঞ্জ ফাইটার-বোমারু বিমান।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ককেশাস পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান এসইউ-৩৪ বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে। এর ক্রুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, নর্থ ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রে পাহাড়ি এলাকায় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ বিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে বিধ্বস্তস্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু নিহত হয়েছেন। অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র : আরব নিউজ
Posted ০৮:০৩ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain