শনিবার ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ওলামা সম্মেলনে পীর চরমোনাই : শাসকগোষ্ঠী ওলামায়ে কেরামদের জঙ্গি প্রমাণে চক্রান্ত চালিয়ে যাচ্ছে

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

olama-sommelone-peer

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামী শক্তি আজ পরাজিত। যারা ইসলাম বাঁচতে চায়, তাগুতি শক্তির এজেন্ট শাসকগোষ্ঠী তাদের বিভিন্নভাবে হামলা-মামলা ও হয়রানি করে দাবিয়ে রাখতে চাচ্ছে। তারা সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করতে ওলামায়ে কেরাম ও মসজিদ-মাদরাসা সংশ্লিষ্টদের জঙ্গি হিসেবে প্রমাণ করতে সব চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর মোকাবিলা করেই ইসলামকে বিজয়ী করতে হবে। তিনি ওলামায়ে কেরামের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিলে শয়তানি শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। গতকাল সকাল ১১টায় চরমোনাই ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমির ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান বলেন, মরহুম পীর সাহেব মাওলানা সৈয়দ মো. ফজলুল করীমের (রহ.) জীবদ্দশায় লাখ লাখ মানুষের সামনে ওলামায়ে কেরাম স্বীকার করেছেন চরমোনাই একটি হক্ব জামাত।

বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেদিকে কান না দিয়ে ঈমানি জযবা নিয়ে বর্তমান আমিরের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ওলামায়ে কেরাম কখনও দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করতে পারে না, কিছু মতবিরোধ থাকলেও তা দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না বলেও তিনি মন্তব্য করেন।

ওলামা সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদের মহাসচিব ও শায়খ যাকারিয়া (রহ.) ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, হাটহাজারী মাদরাসার মাওলানা মোমতাজুল করীম বাবা হুজুর, না.গঞ্জের দেওভোগ মাদরাসার মুহতামিম মুফতি আজিজুল হক, নাজিরহাট বড় মাদরাসার প্রধান মুফতি হাফিজুর রহমান কাসেমী, মক্কা প্রবাসী ইঞ্জিনিয়ার আবদুল হাই, খুলনা দারুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি ফালাহ উদ্দিন, বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আ. হক আজাদ, খিলগাঁও তিলপাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুছ ঢালী, হাকীম আখতার সাহেবের খলিফা মুফতি নুরুল আমীন, দারুস্সালাম উত্তরার প্রিন্সিপাল মাওলানা আনিছুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটির সহঃঅধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সহঃঅধ্যাপক ড. মাওলানা আবদুল মোমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।
কেন্দ্রীয় নেতা মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, মাওলানা নেছার উদ্দিন ও মাওলানা লোকমান হোসাইন জাফরির পরিচালনায় ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, রামপুরা কারিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মকবুল হোসাইন প্রমুখ।

ওলামা সম্মেলনে সারাদেশের শতাধিক আলিয়া ও কওমি মাদরাসার বিশিষ্ট আলেমসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। উপস্থিত ওলামায়ে কেরাম দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।
গতকাল সকালে লাখ লাখ মুসল্লির উদ্দেশে পীর সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এ সময় ৪টি বিশাল মাঠ ছাড়াও আশপাশের এলাকায়, লঞ্চে ও বাড়িতে অসংখ্য নারী-পুরুষ মনোযোগ সহকারে বয়ান শোনেন। পীর সাহেব শরিয়ত-মারেফত সম্পর্কে মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।

advertisement

Posted ১৪:৪৫ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com