
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট
চলতি বছরের শেষে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে দিন ক্ষণ গণনা শুরু হয়নি এখনও, জানা যায়নি কবে কে কার প্রতিপক্ষ তবুও বাড়ছে উত্তেজনা। টাইগারদের ওয়ানডে বিশ্বকাপের পাঁচ মাস বাকি থাকলেও এখন থেকেই চলছে বিশ্লেষণ। নিজেদের ক্রিকেট ইতিহাসের সম্ভাব্য সেরা দল নিয়েই এবার ভারতের বিমান ধরবে টাইগাররা। তবে কারা থাকছেন সেই দলে, কারা পড়ছেন বাদ!
সদ্য আইরিশ সিরিজ খেলে এখন ছুটিতে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। টাইগারদের পরের সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। তার আগেই অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের একাদশের কেমন হতে পার তার ইঙ্গিত দিয়ে রাখলেন।
আজ গণমাধ্যমে কথা বলতে গিয়ে একটি বিষয় পরিস্কার করে দিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, ‘১৫ জনের স্কোয়াডের দায়িত্ব নান্নুর, আর একাদশে কে থাকছেন বা থাকছেন না সেটির দায়িত্ব অধিনায়কের।’ অর্থ্যাৎ বিসিবি সভাপতি বোঝাতে চেয়েছেন দল গঠনে তার কোনো কতৃত্ব নেই।
এছাড়া বিশ্বকাপের দল নিয়ে পাপন বলেন, ‘একাদশে তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের জায়গা পাকা। তবে ৭ নম্বর ব্যাটিং অর্ডারের বিবেচনায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি ও মেহেদী হাসান মিরাজ।
এছাড়া আরও যোগ করে বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারব। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।
ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে রিয়াদ। এ সম্পর্কে পাপন বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন। সূএ : ঢাকা মেইল ডটকম
Posted ০৬:৪৮ | শুক্রবার, ১৯ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain