নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গতকাল সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের ৯ ইস্ট বেঙ্গল পরিচালিত সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকা তল্লাশি করে তিনটি এলজি, একটি এক নলা বন্দুক, সাতটি কার্তুজ, একটি দা, একটি হাতুড়ি, তিনটি চাকু, দুটি চাপাতি, ফাঁকা দলিল দস্তাবেজ ও গাঁজা উদ্ধার করা হয়।
Posted ১০:১৫ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain